face
হোম \ প্রমাণাদি \ জ্ঞান-বিজ্ঞান ও সভ্যতার পথ \ জ্ঞান- বিজ্ঞানের সভ্যতা (গোস্তাভ লে ভোন)

জ্ঞান- বিজ্ঞানের সভ্যতা

" যখনই আমরা আরব সভ্যতা, তাদের জ্ঞান সমৃদ্ধ বইসমূহ এবং তাদের অবিষ্কার ও শিল্পকলা নিয়ে গভীরভাবে গবেষণা করি, তখন আমাদের সামনে নতুন তথ্য ও বিস্তৃত সম্ভাবনা প্রকাশিত হয়। আমরা সহজেই দেখতে পাই যে, মধ্যযুগে আরবরা পূর্ববর্তীদের জ্ঞান বিজ্ঞানের অধিকারী। পাশ্চাত্য বিশ্ববিদ্যালয়গুলো সেসব জ্ঞান বিজ্ঞান সম্পর্কে পাঁচ শতাব্দী ধরে তাদের বইসমূহ ছাড়া কিছুই জানত না। আরবরাই ইউরোপকে পার্থিব, জ্ঞানগত ও চারিত্রিকভাবে সভ্য সংস্কৃত করেছে। ইতিহাসে কোন জাতিকে দেখা যায় না যারা এতো অল্প সময়ে এতো কিছু উপহার দিয়েছে। প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে কেউ তাদের থেকে বেশী অগ্রসর হতে পারেনি"। "

গোস্তাভ লে ভোন

ফরাসি ইতিহাসবিদ

গোস্তাভ লে ভোন

সাইটের লিঙ্ক

ফোরামের লিঙ্ক