face
হোম \ প্রমাণাদি \ কিয়ামত পর্যন্ত অবশিষ্ট রিসালাত \ বিস্ময়কর সংবাদ (লুথ্রোব স্টুডার্ড)

বিস্ময়কর সংবাদ

" ইসলামের সূচনা ছিল প্রায় একটি বিস্ময়কর সংবাদ যা মানবেতিহাসে ইসলামের আবির্ভাব লিপিবদ্ধ করেছে এমন এক জাতির মাঝে যা ইতিপূর্বে ছিল নড়বড়ে, এমন এক দেশে যা ছিল নিম্ন মর্যাদার। ইসলাম আবির্ভাবের পর দশ দশক না যেতেই উচ্চ শিখর ও দীর্ঘ বিস্তির্ণ সম্রাজ্য গুলোকে গুঁড়িয়ে দিয়ে অর্ধ জাহানে ছড়িয়ে পড়ে। কাল-কালান্তরের ও প্রজন্ম থেকে প্রজন্মান্তরের পুরনো ধর্ম গুলোকে পরাজিত করে। একে একে অনেক জাতীর আত্মাকে পরিশোধিত করে। দৃঢ়বন্ধনে মজবুত একটি আধুনিক জগত রচনা করে। যা হল ইসলামের জগত। "

লুথ্রোব স্টুডার্ড

মার্কিন লেখক

লুথ্রোব স্টুডার্ড

সাইটের লিঙ্ক

ফোরামের লিঙ্ক